উখিয়ায় অবৈধ কাঠসহ স’মিল উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্কঃ উখিয়া থেকে অবৈধ কাঠসহ একটি স’মিল উচ্ছেদ করেছে বন বিভাগ। এই সময় ৩০ ঘনফুট কাঠ ও স’মিলের মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন।

রবিবার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে উখিয়ার কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গত এক সপ্তাহে তিনটি স’মিল ও শতাধিক ঘনফুট কাঠ জব্দ করেছে বলে জানান উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

কক্সবাজার উখিয়া রেঞ্জ বন কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, বনাঞ্চল ধ্বংস করে সুকৌশলে করাতকলের মাধ্যমে কাঠ চিরাই করে আসছে মিজান, তৌহিদ সিন্ডিকেট। তথ্য উপাত্ত নিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোটবাজার সংলগ্ন ঝাউতলা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ১টি করাতকল উচ্ছেদ করা হয়। এছাড়া ৩০ ঘনফুট কাঠ ও স’মিলের অন্যান্য যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top