পড়া হয়েছে: ৫৩
চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফের পরে উখিয়া সীমান্তেও মিয়ানমারের রাখাইন রাজ্যে থেকে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও ভারী অস্ত্রের গোলাগুলির শব্দে এপারের সীমান্ত কাঁপছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে উখিয়ার পালংখালি ইউনিয়নের সীমান্ত জুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। বিষয়টি নিশ্চিত করেন পালংখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, আজ মঙ্গলবার উখিয়ার পালংখালি ইউনিয়নের সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্য মর্টারশেল ও ভারী অস্ত্রের গোলাগুলির প্রচণ্ড বিস্ফোরণের বিকট শব্দ হচ্ছে।
এই বিস্ফোরণের বিকট শব্দে এপারের শিশু সহ সীমান্তের বসবাসকারী পরিবার সদস্যরা আতঙ্কিত। এর আগে গত ৩-৪ মাস আগে এই সীমান্তে বিস্ফোরণের বিকট শব্দ ভেসে আসছিল।
চাটগাঁ নিউজ/জেএইচ