উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস, নিহত ২

উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় উখিয়ার হাকিমপাড়াস্থ ১৪ নং ব্লক বি ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক জন শিশু নিহতের খবর পাওয়া গেছে। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসের খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে। পুলিশ সেখানে কাজ করছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

ক্যাম্পের স্থানীয়রা জানিয়েছেন, মাটিচাপায় দুই জন নিহত হয়েছেন। আরও দুই জনকে জীবিত উদ্ধার হয়েছে।

চাটগাঁ নিউজ/ইব্রাহিম/জেএইচ

Scroll to Top