ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

সিপ্লাস ডেস্ক: মন্ত্রিসভায় সিদ্ধান্তের পর ঈদুল আজহার ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে মঙ্গলবার (২০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে সোমবার (১৯ জুন) মন্ত্রিসভার বৈঠকে ২৭ জুন ছুটি অনুমোদন করা হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন ব্রিফিংয়ে ছুটির সিদ্ধান্তের কথা জানান।

তখন তিনি বলেন, ঈদের আগে সাধারণ ছুটি একদিন থাকে। একদিন ছুটি থাকলে মানুষ সবাই একসঙ্গে রওয়ানা করে। সড়কে চাপ পড়ে। গত ঈদে আমরা একদিন বাড়তি ছুটি দিয়েছিলাম, তখন খুব ভালো ফল পেয়েছি। গত ঈদুল ফিতরে কোনো জটিলতা হয়নি। দেখেছি যে ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক থাকে। গত ঈদে দেখেছেন ট্রাফিক ব্যবস্থাপনাটা ভালোভাবে করা হয়েছে। ঈদুল আজহার আগে যাতে দুদিন ছুটি পায়, সেই ব্যবস্থাটা প্রধানমন্ত্রী করে দিয়েছেন।

এবার ঈদে ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। চাঁদ দেখা সাপেক্ষে ২৯ জুন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

Scroll to Top