ঈদগাঁওয়ে আগুনে পুড়ে ফার্নিচার মার্কেট ছাই

ঈদগাঁও প্রতিনিধি: শীতের সকালে লাগা আগুনে পুড়ে ছাই হয়েছে কক্সবাজারের ঈদগাঁওয়ের একটি ফার্নিচার মার্কেট। পুড়েছে একটি সেলুনও। দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল জেলেদের জাল ও নৌকা।

রোববার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঈদগাঁওয়ের ইসলামাবাদ ডুলাফকির বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বাজার পরিচালনা কমিটির সভাপতি ওবাইদুল হক ওবাইদু বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বাজারের পূর্বপাশের রফিকুল ইসলামের মালিকানাধীন মার্কেটে হঠাৎ আগুন লাগে। টিন ও বাঁশের বেড়া দিয়ে তৈরি মার্কেটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। রফিকুল ইসলামের মার্কেটের ৫টি ফার্নিচার দোকান ও একটি সেলুনের দোকান আগুনে মুহূর্তেই পুড়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ী হাফিজুর রহমান, মানিক, শাহজাহান, বাবুলসহ আরও কয়েকজন। ধারণা করা হচ্ছে, ফার্নিচার ও দোকানঘর মিলে প্রায় ৪০-৪৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরও জানান, আগুনের খবর পেয়ে ব্যবসায়ীরা দ্রুত বাজারে আসেন। নিজেদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মার্কেটের দোকান ও মালামাল পুড়ে গেলেও পাশের মার্কেটে আগুন ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।

এসময় উভয় পাশের বেশ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে রামু ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

চাটগাঁ নিউজ/এমএসআই

Scroll to Top