চাটগাঁ নিউজ ডেস্ক : ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয় মতিঝিলের দিলকুশায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের চার কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ চার কর্মকর্তা হলেন-ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড (ডিজি) শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
ইসলামী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, ইসলামী ব্যাংকের কর্মীরা ‘বৈষম্যবিরোধী ব্যাংকার সমাজ’ ব্যানারে ব্যাংক ডাকাত, লুটেরা ও তাঁবেদারদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন করছিলেন। এ সময় আকস্মিকভাবে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তা প্রায় শতাধিক
অস্ত্রসহ লোক নিয়ে জোর করে ইসলামী ব্যাংকে প্রবেশের চেষ্টা করেন। এ সময় প্রবেশে বাধা দিলে কর্মকর্তাদের ওপরে এলোপাতাড়ি গুলি চালায় তারা। এতে ৪ কর্মকর্তা আহত হন।
চাটগাঁ নিউজ/এসআইএস