নিজস্ব প্রতিবেদক : ধর্মীয় সংগঠন ইসকনকে ভারতীয় জঙ্গি সংগঠন উল্লেখ করে ফেসবুকে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরের হাজারী গলির এক ওষুধের দোকানের কর্মচারীকে অবরুদ্ধ করার ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে অবরুদ্ধ কর্মচারীকে উদ্ধার করে কোতোয়ালি থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৫টার দিকে ইসকন ও ইসকন সমর্থক সনাতনীরা ওই পোস্টের প্রতিবাদে হাজারী গলিস্থ মিয়া শপিং কমপ্লেক্সের ওই ওষুধের দোকানের সামনে বিক্ষোভ শুরু করেন।
উদ্ধারকৃত ওই দোকান কর্মচারীর নাম ওসমান আলী।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ বলেন, ইসকন নিয়ে একটি ফেসবুক পোস্টের প্রতিবাদে স্থানীয়রা বিক্ষোভ করছেন। পোস্টকারী এক দোকান কর্মচারীকে তাঁরা অবরুদ্ধ করে রাখেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে তাঁকে উদ্ধার করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাজারী গলির এক ব্যবসায়ী জানান, দুইদিন আগে আবদুল মালেক তার ব্যক্তিগত পেজে ইসকন ভারতীয় জঙ্গি সংগঠন, নিষিদ্ধ করা হোক- উল্লেখ করে একটি পোস্ট দেন। মঙ্গলবার ওসমান আলী নামের এক দোকান কর্মচারী এই পোস্টটিকে শেয়ার করেন। মঙ্গলবার বিকালের দিকে ওসমান আলীর ফেসবুক প্রোফাইলে ওই পোস্টটি শেয়ারের পর ইসকন মতাদর্শী ও সমর্থক সনাতনীরা পোস্টকারী ওসমান আলীকে মিয়া শপিং কমপ্লেক্সের ওষুধের দোকানের কর্মচারী হিসেবে চিহ্নিত করেন। এরপর সবাই ঐক্যবদ্ধভাবে ওই ওষুধ দোকানের সামনে এসে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ওই পোস্টকারী দোকান কর্মচারীকে অবরুদ্ধ করে রাখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এসে অবরুদ্ধদের উদ্ধার করেন।
সূত্রটি আরও জানান, অভিযুক্ত ওসমান আলী টেরীবাজার, আন্দরকিল্লা এলাকা কেন্দ্রিক জামায়াত শিবিরের রাজনীতিতে সক্রিয়। ২০২১ সালের অক্টোবর মাসে শারদীয় দুর্গাপূজার সময় কুমিল্লায় হনুমানের পায়ে যখন কোরআন শরীফ রেখে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপতৎপরতা চালানো হয়েছিল। সেই সময়ও একই ব্যক্তি ওসমান আলী সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট করেন। প্রশাসন সেই সময়ও তাকে চিহ্নিত করে এবং এই ধরণের উস্কানিমূলক কাজ না করার ব্যাপারে সতর্ক করে।
চাটগাঁ নিউজ/উজ্জ্বল/এসএ