ইটভাটায় খেলতে গিয়ে প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ রাঙ্গুনিয়ায় ইটভাটায় খেলতে গিয়ে পা পিছলে এস্কেভেটরের আঘাতে ইয়াছিন আরাফাত (১০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলার ইসলামপুর নতুন পাড়া কেবিএম-১ নামক ইটভাটায় ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. সেকান্দার চাটগাঁ নিউজকে জানান, শিশুটি মাদ্রাসা থেকে এসে খেলেতে গিয়ে দূর্ঘটনার শিকার হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে রাঙ্গুনিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, ইয়াছিন আরাফাত নামে শিশুটি ইটভাটায় স্তুপ করে রাখা মাটির উপরে খেলছিল। দূর্ঘটনাবশত পা পিছলে নিচে পড়ে যায় সে। এতে নিচে থাকা এস্কেভেটরের বাকেটের সাথে আঘাত লেগে মৃত্যু হয় তার। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top