পড়া হয়েছে: ৪০
চাটগাঁ নিউজ ডেস্কঃ ইউক্রেনে সংঘাত চতুর্থ বছরে গড়াতে যাচ্ছে। গত কয়েক মাসে যুদ্ধক্ষেত্রে খুব সামান্যই অগ্রগতি হয়েছে। এরমধ্যে ফের রাশিয়ার বেলগ্রোদ শহরে হামলার ঘটনায় অন্তত ৫ জন নিহত এবং ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) অঞ্চলটির গভর্নর এ তথ্য নিশ্চিত করেছেন। ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার বেলগ্রোদ অঞ্চলের দূরত্ব ৩০ কিলোমিটার। সম্প্রতি ইউক্রেনের লক্ষবস্তুতে পরিণত হয়েছে এলাকাটি।
দেশটির গভর্নর ব্যাচেস্লাভ গ্ল্যাডকভের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলায় পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন শিশুও রয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
চাটগাঁ নিউজ/এসবিএন