পড়া হয়েছে: ৫৬
চাটগাঁ নিউজ ডেস্কঃ নগরীর আসকার দীঘিতে ডুবে এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত কিশোরের নাম মো. মুন্না (১৬)।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা আড়াইটার দিকে দীঘির দক্ষিণ-পূর্ব কোণা থেকে তাকে উদ্ধার করেন স্থানীয় লোকজন। পরে স্থানীয় মাউন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত মুন্না একই এলাকার মোহাম্মদ হানিফের ছেলে। সে দুপুরে গোসল করতে নেমেছিল। তার মৃগী রোগ থাকায় সাঁতার জানা সত্ত্বেও ডুবে যায় সে। পরে দীঘির পানিতে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটগাঁ নিউজ/এসবিএন