আলীকদমে ৫৩ অনুপ্রবেশকারীকে পুশব্যাক, গ্রেপ্তার ৫ মানবপাচারকারী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। আর তাদের বাংলাদেশে ঢুকানোর অপরাধে গ্রেপ্তার ৫ মানবপাচারকারীকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রবিবার (১২জানুয়ারী) বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তৌফিকুল ইসলাম জেল হাজতে পাঠানোর এ আদেশ দেন।

তারা হলেন- বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো.নজরুল ইসলাম (৪০), মো.আবু হুজাইফা (৩১) ও মো.মোরশেদ আলম (৫৭)।

পুলিশ ও আদালত সুত্রে জানা যায়, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে রোববার ভোরে পুশব্যাক করা হয়েছে আর তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে আটক করা ৫ জন মানবপাচারকারীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দীন জানান, আটককৃতদের মধ্যে ৫৩ রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে ৫ রোহিঙ্গাকে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরো জানান, মামলার আসামী ৫ মানবপাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের বান্দরবান আদালতে তোলা হলে আদালত ৫ জন আসামীকে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন।

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষে প্রাণ বাঁচাতে ১১ জানুয়ারি (শনিবার) ভোররাতে বান্দরবানে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিতং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে অবৈধভাবে অনুপ্রবেশের অপরাধে ৫৮ জন মিয়ানমার নাগরিক ও তাদের বাংলাদেশে অনুপ্রবেশের অপরাধে ৫ মানব পাচারকারী আটক করে বিজিবির সদস্যরা আলীকদম থানায় সোপর্দ করে। এসময় ঘটনাস্থল থেকে একটি ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটর সাইকেল জব্দ করে আলীকদম বিজিবির ৫৭ব্যাটালিয়ন এর সদস্যরা।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/জেএইচ 

Scroll to Top