আলিফ হত্যায় জড়িত আরো এক যুবক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আদালত এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় সরাসরি জড়িত আরো এক যুবককে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে আনোয়ারা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম রিপন দাস (২৭)। তিনি নগরের কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকার মৃদুল দাসের ছেলে। পেশায় ফার্মেসির কর্মচারী ওই যুবক সেদিন বটি হাতে ও মাথায় লাল হেলমেট পরিহিত ছিল।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রিপনকে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জি হাতে বটি নিয়ে দেখা গেছে। তবে তিনি হত্যা মামলার এজাহারনামীয় আসামি নন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, এ পর্যন্ত আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিপন ওই হত্যাকাণ্ডের তদন্তে প্রাপ্ত আসামি।

এর আগে, আজ বৃহস্পতিবার ভোরে আইনজীবী আলিফ হত্যার প্রধান আসামি চন্দনকে ভৈরব রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে চট্টগ্রাম আনা হয়েছে এবং আগামীকাল শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত ২৫ নভেম্বর চট্টগ্রামে ফেরার পথে শাহজালাল বিমানবন্দর থেকে বহিস্কৃত ইসকন নেতা চিন্ময় ব্রক্ষ্মচারীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাছে হস্তান্তর করা হয়। কোতোয়ালী থানায় হওয়া একটি রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top