আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‌্যালি ও আলোচনা সভা

কাপ্তাই প্রতিনিধি: ” তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে কাপ্তাই তথ্য অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত হলো আর্ন্তজাতিক তথ্য অধিকার দিবস ২০২৩।

এই উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দীন এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, কাপ্তাই তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা এবং কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কাজী মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার জন্য প্রত্যেক দপ্তরের তথ্য প্রদানকারী কর্মকর্তাদেরকে আরোও বেশী আন্তরিক হতে হবে।

এর আগে উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

Scroll to Top