ক্রীড়া ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের পাঁচ মাস পর আবার মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দলের। ফেব্রুয়ারি উইন্ডোতে দল না পাওয়ায় বাফুফে মার্চ উইন্ডোর জন্য দল খুঁজছিল। ডজনখানেক দলের সাথে চিঠি চালাচালি করছিল বাফুফে। শেষ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত ম্যাচ খেলতে রাজি হয়েছে।
মার্চ উইন্ডো ৯ দিনের। ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল এই উইন্ডোতে দুইটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ আছে। তবে আরব আমিরাতের সাথে ম্যাচ হলেও একটি মাত্র উইন্ডোতে খেলতে হবে, অন্যটি আনঅফিসিয়াল।
বাফুফে সদস্য ও নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছেন, আরব আমিরাত মৌখিকভাবে খেলার সম্মতি দিয়েছে। ওখানে গিয়ে আমাদের খেলতে হবে। আমরা বলেছি, অফিসিয়াল চিঠি দিয়ে নিশ্চিত করতে। ম্যাচ দুটি হবে ফেব্রুয়ারি-মার্চে। ফেব্রুয়ারির উইন্ডো শেষ হবে ২৬ তারিখ। আরব আমিরাত যেভাবে খেলতে চেয়েছে তাতে আমরা একটি ম্যাচ ফেব্রুয়ারি উইন্ডোতে পাবো, অন্যটি উইন্ডোর বাইরে। ঠিক কবে ম্যাচ দুটি হবে তা চূড়ান্ত হয়নি।
বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত বছর ৩০ অক্টোবর নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল। এর পর চেষ্টা করেও প্রীতি ম্যাচের দল ঠিক করতে পারেনি বাফুফে। এর আগে বহুবার প্রতিপক্ষের নাম ঘোষণা করেও ম্যাচ করতে পারেনি বাফুফে। সংযুক্ত আরব আমিরাতও কথা দিয়ে মুখ ফিরিয়ে নেবে কিনা সেই শঙ্কাও থাকছে।
প্রীতি ম্যাচ সামনে রেখে ১৫ জানুয়ারি শুরু হয়েছে নারী জাতীয় দলের ক্যাম্প। ডাক পাওয়া ৩১ ফুটবলারের মধ্যে ২৯ জন ক্যাম্পে যোগ দিয়েছেন। অধিনায়ক সাবিনা খাতুন ও জুনিয়র শামসুন্নাহার কয়েকদিন ছুটি বাড়িয়েছিলেন। সাবিনা মঙ্গলবার ক্যাম্পে উঠেছেন। যোগ দেবেন না বলে জানিয়ে দিয়েছেন আনাই মগিনি।
নারী ফুটবলের প্রধান কোচ হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে সাফ জেতা পিটার বাটলারকে। তিনি এখন ছুটিতে আছেন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফিরে ফুটবলারদের অনুশীলন শুরু করবেন এই ইংলিশ কোচ।
চাটগাঁ নিউজ/জেএইচ