আমিরাত প্রতিনিধি: আজমানে এক আনন্দমুখর অনুষ্ঠানে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব উদযাপিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাত আরব আফ্রিকা সৎসঙ্গ কর্তৃক আয়োজিত এই মহান মিলন মেলায় হাজারের অধিক সনাতনির মিলন ঘটে।
শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকালে আজমানের একটি হল রুমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মহান অনুষ্ঠানের সূচনা ঘটে।
অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়।
অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রাত:কালীন প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, সঙ্গীতানুষ্ঠান, ভজন কীর্তন, নৃত্যনুষ্ঠান, শ্রীশ্রী ঠাকুরের ভাবধারায় আলোচনা সভা, সৎদীক্ষা, ছোট সোনামণিদের সার্টিফিকেট বিতরণ, মহাপ্রসাদ ভান্ডারা বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
উক্ত মহোৎসবে আরব আমিরাতের সাতটি প্রদেশ থেকে নাট মন্দিরের ভক্তবৃন্দ সহ সকল সনাতনী দাদা ও মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানের পূর্ণতা লাভ পায়।
চাটগাঁ নিউজ/এমআর