বিনোদন ডেস্ক: জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’র খেতাব অর্জন করেন তিনি। আর ‘চোরাবালি’র মধ্যদিয়ে সিনেমার তার অভিষেক ঘটে।
অভিনয়ের পা রাখার আগে পিয়া কর্মজীবন শুরু করেছিলেন মডেলিং দিয়ে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম ও ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে কথা বলেছেন পিয়া জান্নাতুল। তার কথায়, ‘আমি কখনও প্রেমে পড়িনি, মানুষ প্রেমে পড়ে। তাই আমি কখনো পাগলামি করিনি, তবে আমার জন্য অনেকেই পাগলামি করেছে এবং এখনো করে।’
তিনি আরও বলেন, ‘এক সময় এমনও হয়েছে যে, আমি রক্ত দিয়ে লেখা প্রেমপত্র পেয়েছি। এখন এসব কথা বেশি বলতে চাই না। আমি এখন একজন মা, আমার একটা সন্তান আছে। প্রায় ১১ বছর ধরে আমি বিবাহিত। তারপরও এখনো প্রেমের প্রস্তাব পাই।’
ব্যক্তিগত পছন্দের বিষয়ে পিয়া জানান, ‘আমার জীবনে ২৩ জনকে দেখে খুব ভালো লেগেছে। এর মধ্যে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন সিনেমা জগতের মানুষ।’
বিনোদন জগতের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ছোটবেলা থেকেই শাহরুখ খানের ভক্ত। তবে যদি আলাদাভাবে বলি, আমার সবচেয়ে বেশি দেখা সিনেমা হলো “প্রিটি ওম্যান”। সেই সিনেমার নায়কের চরিত্রটি দেখার পর থেকে ওই রকম ব্যক্তিত্বের মানুষকে আমার ভালো লাগতে শুরু করে।’
পিয়া জান্নাতুলের মতে, পাগলামি কোনো বয়স মানে না। বয়সে ছোট হোক বা বড়, এমন অনেকেই আছেন যারা আমাকে নিয়ে পাগলামি করেন। আমি তাদের বলব, ১১ বছরের বিবাহিত একজন নারীর জন্য পাগলামি করবেন না।’
চাটগাঁ নিউজ/জেএইচ