আমিরাত প্রতিনিধি: “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে অভিবাসী ও প্রবাসী দিবন উদযাপিত হয়েছে।
বুধবার (১৮ডিসেম্বর) দূতাবাস ভবনে ভারপ্রাপ্ত মিশন প্রধান মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও দূতাবাসের শ্রম কাউন্সিলর মিসেস লুৎফন নাহার নাজিমের সঞ্চালনায় এই দিবস পালন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী কল্যান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ও মহামান্য রাষ্ট্রপতি প্রদত্ত বাণী পাঠ, প্রামাণ্যচিত্র চিত্র প্রদর্শন, প্রবাসীদের মান উন্নয়নে মুক্ত আলোচনা, কৃতি প্রবাসীদের সম্মাননা, পুরস্কার বিতরনী ও প্রবাসী শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনসহ নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বাণী পাঠ করেন কাউন্সিলর (শ্রম) হাজেরা সাব্বির হোসেন, কাউন্সিলর (পাসপোর্ট) মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রথম সচিব (কনস্যুলার) এসএম মাযহারুল ইসলাম।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন দূতাবাসের শ্রম কল্যাণ কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন। তিনি দূতাবাসের সেবার মান উন্নয়নে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের মূল্যবান মতামত ও পরামর্শ আহ্বান করেন। অনুষ্ঠানে প্রবাসী বক্তাদের মধ্যে ব্যবসায়ী জাকির হোসেন খতিব, ব্যবসায়ী আবুল বশর, প্রকৌশলী মফিজুল, দিদারুল আলম, প্রকৌশলী আহমেদ, প্রকৌশলী নিজাম এবং প্রকৌশলী মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম মিনিষ্টার আব্দুল আউয়াল, বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক, নুর মোহাম্মদ, প্রকৌশলী মিজানুর রহমান সোহেল, প্রকৌশলী লুৎফর রহমান, মিড়িয়া কর্মীবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক প্রবাসী।
সমাপনী বক্তব্যে ভারপ্রাপ্ত রাস্ট্রদূত মোহাম্মদ মিজানুর রহমান বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। বাংলাদেশে উন্নয়নে প্রবাসীদের ভূমিকা ও রেমিটেন্স প্রেরণে সংযুক্ত আরব আমিরাতের প্রবাসীদের অবদান অনন্য। তিনি প্রবাসীদের সেবার মান আরো বৃদ্ধিতে আশ্বস্ত করেন।
চাটগাঁ নিউজ/ আবদুল মান্নান/ইউডি