রাউজান প্রতিনিধি: প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র ও মৎস্য অভয়ারণ্য হালদা নদী হতে আবারও বিলুপ্ত প্রায় গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার হয়েছে।
১২ ফেব্রুয়ারি (বুধবার) দুপুর দেড়টা দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নস্থ হালদার শাখা উপশাখা কাগতিয়া খালে ভেসে যাওয়ার সময় স্থানীয় সেচ্ছাসেবীরা মৃত ডলফিনটি উদ্ধার করেন।
এ নিয়ে দুইমাসের মধ্যে ৩ টি মৃত ডলফিন উদ্ধার করা হয়। প্রায় ১৫ কেজি ওজনের মৃত ডলফিনটির দৈর্ঘ্য পাঁচ ফুট।
হালদা বিশেষজ্ঞরা ধারণা করছেন, ডলফিনটি চার থেকে পাঁচ দিন আগে মারা গেছে। এ কারণে ডলফিনের কিছু অংশ পচে গেছে। কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান মনজুরুল কিবরিয়া বলেন, কর্ণফুলী নদীর মোহনার দিকে কোথাও ডলফিনটি মারা যেতে পারে। জোয়ারে এটি ভেসে আসে। মৃত্যুর কারণ সম্পর্কে আরও বিস্তারিত পর্যালোচনা ও কারণ অনুসন্ধান করে প্রকৃত কারণ জানা যাবে। পচন শুরু হওয়ায় ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত (অতিবিপন্ন প্রজাতি) জলজ স্তন্যপায়ী প্রাণী হলো হালদার ডলফিন। বিশ্বের বিভিন্ন নদীতে বিপন্ন প্রজাতির ডলফিন আছে মাত্র ১ হাজার ১০০টি। এর মধ্যে শুধু হালদাতেই ছিল ১৭০টি। গত ৬ বছর হালদায় ৪৫টি ডলফিন মারা যাওয়ার ঘটনাটি খুবই উদ্বেগজনক বলে মনে করছেন নদী ও প্রাণী বিশেষজ্ঞরা।
চাটগাঁ/জয়নাল/এমকেএন