আবারও লিটনের ক্যামিওতে ঢাকার দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক: লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে আরো একটি জয় পেলো ঢাকা ক্যাপিটালস। বিপিএলের দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৬ রানে হারিয়েছে তারা। এ নিয়ে আসরে ৯ ম্যাচ খেলে মাত্র দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা।

সোমবার (২০ জানুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলতে নামে দুই দল। বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হয় তারা। যেখানে প্রথমে ব্যাট করতে নামা ঢাকা নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৯০ রান করতে সমর্থ হয় সিলেট।

১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জর্জ মুনসে ও জাকির হাসানকে দ্রুত হারায় সিলেট। তবে মিডঅঅর্ডার ব্যাটারদের নিয়ে জয়ের স্বপ্ন দেখান রনি তালুকদার। কিন্তু ঢাকা বোলারদের ঘুরে দাঁড়ানো স্পেলে হারতে হয় সিলেটকে। রনি ৪৪ বলে ৯টি চারে ৬৮ রান করেন। অ্যারন জোন্সের ব্যাট থেকে ৩৬ রান আসে। ঢাকার বোলারদের মধ্যে ২টি করে উইকেট পান মোস্তাফিজুর রহমান ও থিসারা পেরেরা।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে লিটন ও পেরেরার ঝড়ো বড় সংগ্রহ পায় ঢাকা। লিটন ৪৮ বলে ৪টি চার ও সমান ছক্কায় ৭০ রান করেন। আর পেরেরা শেষদিকে ব্যাট করে ১৭ বলে ৩৭ রান করেন। তিনি ৩টি চার ও সমান ছক্কা হাঁকান।

সিলেটের হয়ে টিপু সুলতান ও সামিউল্লাহ সিনওয়ারি ২টি করে উইকেট লাভ করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top