চাটগাঁ নিউজ ডেস্ক: আবারও সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতারের গাড়ি। তবে এতে বড় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা না ঘটলেও ক্ষতিগ্রস্থ হয়েছে গাড়িটি।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর আড়াইটায় চট্টগ্রাম নগরীর বাইজিদ এলাকার লিংক রোডে চবি উপাচার্যকে বহনকারী গাড়িটি এই দুর্ঘটনার কবলে পড়ে।
জানা গেছে, উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার একটি সামাজিক অনুষ্ঠানে যোগাদানের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহনকারী সাদা পাজারো গাড়িতে শহরে যাচ্ছিলেন। দুপুর আড়াইটার দিকে নগরের বাইজিদ এলাকার লিংক রোডে পৌঁছাতেই একটি ট্রাক গাড়িতে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় গাড়ির পেছনের গ্লাস ভেঙে যায়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপাচার্যকে অন্য একটি গাড়িতে ক্যাম্পাসে ফেরেন।
এর আগে দায়িত্ব নেয়ার এক সপ্তাহের মধ্যে একই গাড়িতে দুর্ঘটনার শিকার হয়েছিলেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু তাহের। তখনও উপাচার্যের কিছু না হলেও গাড়িটির ড্রাইভার মারাত্মক আহত হন। ভেঙে যায় গাড়িটির বাম্পার।
চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, দুর্ঘটনায় উপাচার্যের কোনো ধরনের ক্ষতি হয়নি। কিন্তু তাকে বহনকারী গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ