আফ্রিদি-হাসানদের তুলাধোনা করে মেন্ডিসের সেঞ্চুরি

সিপ্লাস ডেস্ক: হাসান আলীর বলে ডিপ মিড উইকেট উড়িয়ে মেরে উদযাপনে মাতলেন কুশল মেন্ডিস। ৬৫ বলে শতরান স্পর্শ করে বিশ্বকাপে শ্রীলঙ্কান হিসেবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন এই ব্যাটার। ৭৭ বলে ১২২ রান করে হাসান আলীর বলে আউট হয়ে ফিরেছেন মেন্ডিস। ১৪টি চার এবং ছয়টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তাঁর সেঞ্চুরির পর পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহের পথে লঙ্কানরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ চার উইকেট হারিয়ে ৩০.১ ওভারে ২২৯ রান।
এর আগে বিশ্বকাপে শ্রীলঙ্কার সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি ছিল কুমার সাঙ্গাকারার দখলে। আর বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির তালিকায় ষষ্ঠ স্থানে আছে মেন্ডিসের আজকের এই শতক।

হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। হাসান আলীর বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন কুশল পেরেরা। অবশ্য দ্বিতীয় উইকেট জুটিতে এই বিপদ সামাল দেন মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। ১০২ রানের জুটি গড়েন এই দুইজন।

৫১ রান করা নিসাঙ্কাকে ফেরান শাদাব খান।
Scroll to Top