পড়া হয়েছে: ১১
সিপ্লাল ডেস্ক: আগেই চূড়ান্ত হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ও ভেন্যু। এবার ম্যাচ শুরুর সময় জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির।
আফগানিস্তানের বিপক্ষে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ১৪ জুন সিরিজের একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে খেলা। এরপর ১৬ দিন বিরতি দিয়ে শুরু হবে ওয়ানডে সিরিজ। যেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
৫, ৮ ও ১১ জুলাইয়ের তিন ওয়ানডে ম্যাচ শুরু হবে বেলা ২টায়। ওয়ানডে সিরিজ শেষে দুই দল উড়ে যাবে সিলেটে। সেখানে ১৪ ও ১৬ জুলাই টি-টোয়েন্টি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।
এদিকে, পূর্নাঙ্গ সিরিজ খেলতে ১০ জুন বাংলাদেশে আসবে আফগানরা। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে রশিদ খানরা।