আনোয়ারায় ১৫ হাজার মিটার বেহুন্দি জাল জব্দ

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের শঙ্খ নদী ও বঙ্গোপসাগরে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ কোস্টগার্ডের সম্মিলিত অভিযানে আনুমানিক সাড়ে ৭ লাখ টাকা মূল্যের ১৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মেরিন ফিসারিজ অফিসার প্রীতম চৌধুরী ও কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের সিসি অনিমেষ রায়।

উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: রাশিদুল হক জানান- সাগরে অবৈধ জাল নির্মূলকরণ ও অপাসারণে চলমান বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। রবিাবার সকাল থেকে অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার অবৈধ বেহুন্দি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top