আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারা উপজেলার প্রাণ কেন্দ্র চাতরী চৌমুহনী বাজারের যানজট নিরসন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চাতরী চৌমুহনী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।
এ সময় রোড ডিভাইডারের ব্যবস্থা করা হয় ও আরও কিছু স্পট নির্ধারণ করা হয় রোড ডিভাইডার দেওয়া জন্য। এছাড়াও বাসচালক, সিএনজিচালক ও দোকানদারসহ ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ অবৈধ হকার উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপ করার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, নির্দেশনা না মানা হলে পুনরায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, চাতরী চৌমুহনী বাজার আনোয়ারা উপজেলার প্রাণ কেন্দ্র। এ বাজারে আনোয়ারাসহ চন্দনাইশ, বাঁশখালী, চকরিয়া ও পেকুয়া উপজেলার কয়েক হাজার গাড়ি অবস্থান করে এবং এসব উপজেলার অর্ধ লাখ মানুষ প্রতিদিন চলাচল করে। গুরুত্বপূর্ণ জনপদ হলেও সড়কের দুপাশে অবৈধ স্থাপনা, ভ্রাম্যমাণ দোকান, সিএনজি ও বাস স্টেশন গড়ে তোলায় বিভিন্ন সমস্যায় পড়তে হয় পথচারীদের। এর মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সিএনজি স্টেশন ও বাসস্টপ করার জায়গা নির্ধারণ করায় স্বস্তি ফিরেছে পথচারীদের।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন