আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রায়পুর ইউনিয়নের দক্ষিণ সরেঙ্গা এলাকার সাঙ্গু নদীর পাড় থেকে মাছ ধরার বোট চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (১৬) নভেম্বর দিবাগত রাতে বোটটি চুরি হয়। এই ঘটনায় মালিক মুহাম্মদ আবুল কালাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এই বিষয়ে নৌ পুলিশের এস আই ফারুক জানান, বোট চুরির খবর পেয়ে আমরা বাঁশখালী, মহেশখালীসহ আশেপাশের নৌ পুলিশকে খবর দিয়েছি। কোষ্টগার্ডকেও জানানো হয়েছে। চুরি যাওয়া বোটটিসহ জড়িতদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত রয়েছে।
এই বিষয়ে চুরি যাওয়া বোটের মালিক আবুল কালাম জানান, আমার মালিকানাধীন এফ. বি. আবদু ছমদ বোটটি মেরামতের জন্য সাঙ্গু নদীর তীরে রাখা হয়। শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোটটি রশি দিয়ে গাছের খুঁটির সাথে বেঁধে আমি ও আমার মাঝি মাল্লারা চলে যাই। রবিবার সকালে এসে দেখি কে বা কারা রশি কেটে বোটটি নিয়ে গেছে। বোটের বর্তমান মূল্য ১২ লাখ টাকা।
চাটগাঁ নিউজ/ইউডি