পড়া হয়েছে: ৭৬
আনোয়ারা প্রতিনিধি: দ্রব্যের বাড়তি দাম আদায় এবং মূল্য তালিকা না থাকায় আনোয়ারায় ভ্রাম্যমান আদালতে ৪ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২১ অক্টোবর) বিকালে উপজেলার হাইলধর ও মালঘর বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ বলেন, দোকানে নিমানুযায়ী মূল্য তালিকা না থাকা ও বাড়তি দাম আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ টি মামলায় ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ