আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলায় পিএবি সড়কের পাশে সড়ক ও জনপদ বিভাগ চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান করা হয়।
বুধবার (৫) ফেব্রুয়ারি সকালে উপজেলার কালাবিবির দীঘির মোড় এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কর্তৃক নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।
এসময় কালাবিবির দীঘি এলাকার পিএবি সড়কের দুইপাশে ১৫ টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। যার মধ্যে একটি রেস্টুরেন্ট এবং কুলিং কর্ণারসহ বিভিন্ন দোকান উচ্ছেদ করা হয়।
পিএবি সড়কের আশেপাশে সরকারি জমিতে থাকা সকল অবৈধ স্থাপনা ধাপে ধাপে উচ্ছেদ অভিযান অব্যাহত রাখবেন বলে জানান উপস্থিত সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।
এসময় চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/রেজাউল/এমকেএন