আনোয়ারায় ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার ৩

আনোয়ারা প্রতিনিধি: সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে আনোয়ারায়ও চলছে ‘অপারেশন ডেভিল হান্ট’। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) রাত থেকে ভোর রাত পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করে আনোয়ারা থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও ইউপি সদস্য মো. নবী হোসেন (৫৫), হাইলধর ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আলম মামুন (৩০) ও বারশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জামাল হোসেন (৩৪)।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে বিএনপির মিছিলে হামলার মামলা ও বিভিন্ন মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপারেশন ডেভিল হান্ট অভিযান অব্যাহত রয়েছে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন

Scroll to Top