আনোয়ারা প্রতিনিধি: ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এই প্রতিপাদ্যকে নিয়ে চট্টগ্রামের আনোয়ারায় নানা উদ্ভাবন নিয়ে শিক্ষার্থীদের ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এর আগে মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এ মেলা শুরু করে উপজেলা প্রশাসন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফেরদৌস হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী প্রিয়াংকা চাকমা, আনোয়ারা সরকারি কলেজের উপাধ্যক্ষ রিদোয়ানুল হক, ছাত্র প্রতিনিধি শাহেদুল আলমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উদ্ভাবিত প্রকল্পের প্রদর্শন করে। এসব প্রদর্শনীতে স্মার্ট উপজেলা, পরিবেশ বান্ধব শহর গড়া, সৌরবিদ্যুৎ ও বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনসহ নানা বিষয় তুলে ধরে।
মেলায় সিনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে আনোয়ারা সরকারি কলেজ, জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থানে বটতলী শাহ মোহছেন আউলিয়া উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থান অর্জন করে সিংহরা রামকানাই উচ্চ বিদ্যালয়।
বিজ্ঞান কুইজে প্রথম স্থান অর্জন করে পীরখাইন মাওলানা আশরাফ চৌধুরী হাই স্কুল, দ্বিতীয় স্থান অর্জন করে ঝিওরী বারখাইন শিলাইগড়া উচ্চ বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করে বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ