আনোয়ারায় কুকুরের কামড়ে ১৫ জন আহত

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৫ জন আহতের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৭ মে) উপজেলার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পর ওই কুকুরকে মেরে ফেলছে এলাকাবাসী।

আহতরা হলেন- স্থানীয় মাওয়া আকতার (৬), মাওলানা মোহাম্মদ শফি (৫০), এনায়েত উল্লাহ (১০), তৈয়বা আকতার (২২), শুক্কু খাতুন (৬২), আনোয়ার হোসেন (৫৫), সায়মা আকতার (১২), মোহাম্মদ শাহজান (৪০), মনি আক্তার (১৬), ওয়াসিকা আক্তার (২০), নাফিজা আক্তার (১১) ও ইয়াছমিন আক্তার (৩৬)। বাকিদের নাম পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।

স্থানীয় মো. সেলিম চৌধুরী বলেন, সোমবার (৬ মে) রাত থেকে গ্রামের বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুর নারী শিশুসহ অন্তত ২০ জনকে কামড়ে আহত করেছে। আহত কয়েকজন আনোয়ারা হাসপাতালে গেলেও ভ্যাকসিন সংকটের কথা বলেন চিকিৎসকরা। পরে স্থানীয়ভাবে চিকিৎসকের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. হোসেন বলেন, কুকুরের কামড়ে বেশকিছু নারী-পুরুষ ও শিশু আহত হলে মঙ্গলবার দুপুরে এলাকাবাসী ওই কুকুরকে মেরে ফেলে।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক রত্নাদাশ জানান, কুকুরের কামড়ে আহত ১ শিশু হাসপতাল থেকে চিকিৎসা নিয়েছে। তাকে নিয়মিত ভ্যাকসিন নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top