আনোয়ারায় ইলিশ প্রজনন মৌসুমের প্রথম দিনে ইলিশ জব্দ

আনোয়ারা প্রতিনিধি : ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সব ধরনের ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় বন্ধ থাকবে। আজ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ ধরায় এ নিষেধাজ্ঞা থাকবে। ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে আনোয়ারা উপজেলার উপকূলীয় গহিরার সবকটি ঘাটে ও বিভিন্ন বাজারে মাইকিং করা হয়েছে।

এদিকে নিষেধাজ্ঞার প্রথম দিনে আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে ইলিশ জব্দ করা হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার কালাবিবির দিঘি মৎস্য আড়ৎ, কালিবাড়ি বাজার, বটতলী বাজারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩১ কেজি মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক জানান, নিষেধাজ্ঞা সময়কালীন উপজেলার উপকূলীয় সাগরের ঘাটে ও বাজারে মা ইলিশ শিকার, মজুদ ও বিক্রি বন্ধে নজরদারি রয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ

Scroll to Top