পড়া হয়েছে: ৫০
চাটগাঁ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের আনোয়ারার বটতলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে ৩টি রাইস মিলসহ ৭টি দোকান।
শনিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বটতলী রুস্তম হাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত কোটি টাকার ক্ষতি হয়েছে। যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মং সুইনু মার্মা চাটগাঁ নিউজকে জানান, আগুনে তিনটি রাইস মিল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
আগুনে স্থানীয় দৌলত রাইস মিল, জামাল রাইস মিল ও শাহ মোহসেন আউলিয়া রাইস মিল পুড়ে গেছে। খবর পেয়ে আনোয়ারা ও কর্ণফুলী মডেল ফায়ার স্টেশনের তিনটি ইউনিট রাত সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৫ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
চাটগাঁ নিউজ/এসবিএন