চাটগাঁ নিউজ ডেস্কঃ আনোয়ারার রায়পুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগার ঘটনায় দুটি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড রায়পুর নতুন বাড়ীর আব্দুর রহমান (৬০) ও জাহানারা বেগমের (৫৫) দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আশেপাশের কয়েকটি বসতঘর আংশিক ক্ষতি হয়।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত মো. আব্দুর রহমান বলেন, হঠাৎ করে ঘরের মধ্যে আগুন দেখতে পায়, পরে ফায়ার সার্ভিসকে ফোন দিলে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ মুজিবুর রহমান চাটগাঁ নিউজকে বলেন, আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি।
চাটগাঁ নিউজ/এসবিএন