আনোয়ারায় আগুনে ৩ বসতঘর পুড়ে ছাই

আনোয়ারা প্রতিনিধিঃ আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের কৈখাইন গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি বসতঘর পুড়ে গেছে।

সোমবার (১৮) নভেম্বর ভোররাতে উপজেলার কৈখাইন উত্তর পাড়া রাহাতের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- কৈখাইন গ্রামের চুন্নুু মিয়ার পুত্র নুর মোহাম্মদ (৬৫), সাহেব মিয়া (৪০), মোহাম্মদ ইউনুসের পুত্র দিদার মিয়া (৩০), মহিউদ্দিন (২৮), মো. দেলোয়ার (২৫) ও কন্যা মরিয়ম বেগম (৩০)।

আনোয়ারা ফায়ার স্টেশনের সাব অফিসার মংসুইনু মারমা জানান, স্থানীয় এক ব্যক্তির তথ্যের ভিত্তিতে আমরা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌছায়। মাত্র আধা ঘন্টার চেষ্টায় আমাদের একটি ইউনিট আগুন ২-৩টি বসতঘরের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়ক্ষতি আনুমানিক সাড়ে তিন লাখ টাকা হতে পারে।

জানা যায়, কৈখাইন গ্রামের বাসিন্দা ফাতেমার বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তবে অগ্নিকাণ্ডের সময় ফাতেমার পরিবারের কোনো সদস্যই বসতঘরে ছিলেন না।

কৈখাইন ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে আসি। এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত সময়ের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত প্রবাসী মোহাম্মদ জসীম জানান, আমার প্রায় ৬ ভরি স্বর্ণ, নগদ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও পুড়েছে পাসপোর্টসহ প্রবাসে যাওয়ার নানা গুরুত্বপূর্ণ কাগজপত্র।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/ ইউডি 

 

Scroll to Top