পড়া হয়েছে: ২৭
আনোয়ারা প্রতিনিধি : আগামী ২৭ জুলাই আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চেয়ারম্যান পদে ৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাচন অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর ছালেহ।
এতে মেজবাহ উদ্দিন চৌধুরী সোহেল (চশমা), মো: ফরিদ উদ্দিন (আনারস) ও নুরুল আবছার (ঘোড়া) প্রতীক পান।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানায়, বটতলী ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ভোট কেন্দ্র ৯টি। এতে ভোটার সংখ্যা ২১ হাজার ৫শত ৫১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৪শত ৯২ জন ও মহিলা ভোটার ১০ হাজার ৫৯ জন।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৭ জুলাই ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এআইকে