পড়া হয়েছে: ১৭
সিপ্লাস ডেস্ক: বাংলাদেশের ব্যান্ড সংগীতের অনন্য সম্রাট, গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। ১৯৬২ সালের এই দিনে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার খরনা ইউনিয়নে জন্মগ্রহণ করেন তিনি। উপমহাদেশের সেরা গিটারিস্ট ছিলেন বিরল প্রতিভাধর এই শিল্পী। জনপ্রিয় ব্যান্ড এলআরবির দলনেতা ছিলেন আইয়ুব বাচ্চু।
প্রায় তিন যুগের সংগীত জীবনে এই কিংবদন্তি শিল্পী উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। তাকে নিয়ে সব সময়ই শ্রোতা, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে রয়েছে প্রবল কৌতূহল।
জনপ্রিয় এই শিল্পীর একক অ্যালবামের মধ্যে রক্তগোলাপের পর রয়েছে ময়না, কষ্ট, সময়, একা, প্রেম তুমি কি, দুটি মন, কাফেলা, প্রেম প্রেমের মতো, পথের গান, ভাটির টানে মাটির গানে, জীবন, সাউন্ড অব সাইলেন্স, রিমঝিম বৃষ্টি, বলিনি কখনো ও জীবনের গল্প।
এ ছাড়াও অনেক মিশ্র অ্যালবামে কাজ করেছেন আইয়ুব বাচ্চু।