আজ খুলছে সরকারি-বেসরকারি অফিস ও ব্যাংক

চাটগাঁ নিউজ ডেস্ক : দেশের চলমান পরিস্থিতিতে টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ বুধবার (২৪ জুলাই) চালু হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস। এদিন বেলা ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলবে অফিস। ব্যাংকের লেনদেনও চলবে এসময়ে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। গত রোববার, সোমবার ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। মঙ্গলবার (২৩ জুলাই) দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

চাটগাঁ নিউজ/এসআইএস

Scroll to Top