আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাকিব আল হাসানকে সতর্ক করল ইসি

চাটগাঁ নিউজ ডেস্ক: আচরণবিধি লঙ্ঘনের দায়ে মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান এবং খুলনা-৬ আসনের বিএনএমের প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদকে সতর্ক করেছে নির্বাচন কমিশন।

সম্প্রতি ইসির উপসচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক চিঠিতে তাদের এ সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়েছে, মাগুরা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান গত ২৯ নভেম্বর ঢাকা থেকে মাগুরায় আগমনের সময় কামারখালী এলাকা থেকে শোডাউন করে গাড়িবহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন এবং নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করে। এসময় জনগণের চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার লঙ্ঘন।

অপরদিকে খুলনা-৬ আসনের বিএনএম মনোনীত প্রার্থী এস এম নেওয়াজ মোর্শেদ শতাধিক মোটরবাইক ও সহস্রাধিক লোকজনসহ কয়রা বাজারে মিছিল ও শোডাউন করেন, যার ফলে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধান লঙ্ঘন করা হয়েছে বলে তাকে জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

Scroll to Top