আগ্রাবাদ এক্সেস রোডের ফুটপাত ও পার্কিং দখলমুক্ত করল চসিক

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে এক্সেস রোড ঘেঁষা ফুটপাত দখল করে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। এতে নির্মিত প্রায় ৩০টি দোকান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে আগ্রাবাদ বাদামতলী মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় এ অভিযান চালানো হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি জানান, জায়গা দখল করে নির্মিত ৩০টি দোকান উচ্ছেদ করে ফুটপাত ও পার্কিং অবৈধ দখলমুক্ত করা হয়েছে। এই উচ্ছেদ অভিযান চলমান থাকবে।

অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, ডবলমুরিং থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন বলে জানা যায়।

চাটগাঁ নিউজ/জেএইচ