চাটগাঁ নিউজ ডেস্ক: নগরের বারিক বিল্ডিং এলাকায় আগুনে পুড়েছে ট্রেনের ৪টি বগি।
বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বগিগুলো পরিত্যক্ত অবস্থায় ছিল।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিনমণি শর্মা জানান, রেলের বগিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বন্দর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শামীম মিয়া জানান, ওই এলাকায় ট্রেনের যাত্রীবাহী চারটি পরিত্যক্ত রেক দীর্ঘদিন ধরে পড়ে ছিল। সেখানে আগুন লাগে। ধারণা করছি, টোকাইদের বিড়ি- সিগারেট থেকে বগিতে আগুন ছড়াতে পারে। তবে কেউ হতাহত হয়নি।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, বাংলাবাজার এলাকার রেলওয়ে এসআরবি স্টেশনে পরিত্যক্ত যাত্রীবাহী ট্রেনের ৪টি বগিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে এসেছে।
চাটগাঁ নিউজ/এমআর