আগামীকাল শিরোপার লড়াইয়ে নামবে বরিশাল-চিটাগং

চাটগাঁ ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামবে আগামীকাল শুক্রবার। শিরোপার লড়াইয়ে নামবে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ম্যাচটি উপলক্ষে আগের নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ শুরুর সময়।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা ছিল সন্ধ্যা ৭টায়। তবে পরিবর্তিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই পরিবর্তনের কথা জানায় বিসিবির মিডিয়া বিভাগ।

এবারের বিপিএলে দুপুরের ম্যাচগুলো শুরু হয়েছে দুপুর দেড়টায়। আর দিনের দ্বিতীয় ম্যাচ শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারের সময় অন্যান্য দিনের তুলনায় আলাদা ছিল। এই দিনে প্রথম ম্যাচ শুরু হতো দুপুর ২টায়, সন্ধ্যার ম্যাচ ৭টায়।

টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। এবার টানা দ্বিতীয়বারের মতো শিরোপার আশায় নামবে মিজানুর রহমানের মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি। অন্যদিকে, ২০১৩ সালে ফাইনাল খেলেছিল চিটাগং কিংস। প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষায় আছে চট্টগ্রামের কোনো ফ্র্যাঞ্চাইজি।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top