চাটগাঁ নিউজ ডেস্ক : আওয়ামী লীগ গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
বুধবার (৮ জানুয়ারি) বিকেলে নগরীর আন্দরকিল্লার জেএমসেন হলে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যেগে সুবিধাবঞ্চিত সনাতন ধর্মালম্বীদের মাঝে কম্বল বিতরণের সময় তিনি এ অভিযোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর বলেন, ‘আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি। সংখ্যালঘু বা সংখ্যাগুরু তত্ত্ব না আসার জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তন করেছিলেন। কিন্তু আওয়ামী লীগ সেটাকে মেনে না নিয়ে ধর্মের ভিত্তিতে রাজনীতি করে বিভাজন সৃষ্টি করেছে। আওয়ামী লীগই এদেশে সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। গত ১৫ বছর হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন করেছে।’
ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয় মন্তব্য করে তিনি বলেন, ‘বিএনপি সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করেছে। যেখানে ধর্মে ধর্মে কোনো বিভেদ ও ঘৃণার কোনো রাজনীতি থাকবে না। স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে বিএনপি নেতাকর্মীরা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের পাশে রয়েছে। ধর্মীয় পরিচয়ে কেউ সংখ্যালঘু নয়, সবাই বাংলাদেশি।’
হিন্দু-বৌদ্ধ -খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমালের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন নগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য খোরশেদ আলম ও কোতোয়ালি থানার সাবেক সভাপতি মনজুর রহমান চৌধুরী।
চাটগাঁ নিউজ/এসএ