চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের জন্য ৭ আসন ছেড়ে দিচ্ছে আওয়ামী লীগ। তবে চট্টগ্রাম থেকে কোনো আসন ছাড় দেয়নি দলটি।
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বুধবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা শরিকদের সঙ্গে নির্বাচনী আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা করেছি। তাদের দাবি মেনে ৭টি আসন ছাড় দিয়েছি।”
যে ৭ টি আসন শরিকদের ছেড়ে দেয়া হচ্ছে তার মধ্যে রাজশাহী-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ আলী। এছাড়া বগুড়া-৪ হেলাল উদ্দিন কবিরাজ, লক্ষ্মীপুর-৪ ফরিদুন্নাহার লাইলি, পিরোজপুর-২ কানাই লাল বিশ্বাস, সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন, বরিশাল-৩ আসনে সরদার মো. খালেদ হোসেনকে মনোনয়ন দিয়েছিলো আওয়ামী লীগ। আর কুষ্টিয়া-২ আসন ফাঁকা রেখেছিল দলটি।
গত রোববার সংসদ ভবন এলাকার এমপি হোস্টেলে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদকের কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন ভাগাভাগি নিয়ে ১৪ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন আওয়ামী লীগের নেতারা।
বৈঠকে আওয়ামী লীগ নেতারা শরিকদের কাছে আসন ছাড়ের আহ্বান জানান। শরিকরাও আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
আমু বলেন, “আমরা আশা করি, শরিকরা আমাদের দেওয়া আসনগুলোতে জয়ী হবেন।”