চাটগাঁ নিউজ ডেস্ক : সংস্কারাধীন কালুরঘাট সেতুতে ধাক্কা দিয়ে আটকে থাকা জাহাজটি দীর্ঘ ৫ ঘন্টা পর বিকেলে ডক ইয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২টার দিকে এমভি সামুদা-১ নামে লাইটার জাহাজটি কর্ণফুলী নদীর পশ্চিম প্রান্তের একে খান ডক ইয়ার্ড থেকে প্রবল স্রোত প্রবাহে ভেসে এসে কালুরঘাট সেতুতে ধাক্কা দেয়। এতে সেতুর সঙ্গে আটকে যায় জাহাজটি।
বিকেলে কর্ণফুলী নদীতে ভাটার টানে সেতুতে আটকে থাকা জাহাজটি সরে যায়।এসময় জাহাজটি চালিয়ে ডক ইয়ার্ডে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে, লাইটার জাহাজের ধাক্কায় কালুরঘাট সেতুর কোনো ক্ষতি হয়েছে কিনা কিংবা সেতু দিয়ে ট্রেন চলাচলে কোনো সমস্যা হবে কিনা- তা তদন্ত শেষে জানা যাবে বলে জানান সেতু কর্তৃপক্ষ। যদিও এ ঘটনার পর বিকালে সেতু দিয়ে তেলবাহী একটি ট্রেন স্বাভাবিকভাবে চলাচল করেছে বলে জানা গেছে।
চাটগাঁ নিউজ/এসএ