অবশেষে প্রাপ্তবয়স্কদের তালিকায় দেব

চাটগাঁ নিউজ ডেস্কঃ পশ্চিমবঙ্গের অভিনেতা ও সংসদ সদস্য দেব তার ফেসবুক টাইমলাইনে লিখেছেন “অবশেষে আজ প্রাপ্তবয়স্ক হলাম। মানে ইন্ডাস্ট্রিতে ১৮ বছর হলো আরকি! বছরের পর বছর ধরে ভালোবাসা, সমর্থন ও আশীর্বাদ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আমি জানি না এটা প্রতিবছর করা সম্ভব কি না, কিন্তু এই বছর এই দিনে বিশেষ কিছু আছে আপনাদের জন্য”

আসলে আজ বাংলা সিনেমায় ১৮ বছর পূর্ণ করলেন দেব। ১৮ বছর উপলক্ষে করা পোস্টটিতে নিজের প্রথম সিনেমা ‘অগ্নিশপথ’-এর পোস্টারও শেয়ার করেছেন তিনি। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৬ সালে।

দেবের পুরো নাম দীপক অধিকারী। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তাঁর। ইন্ডাস্ট্রিতে একের পর এক সুপারহিট উপহার দিয়েছেন তিনি। তবু বারবার সমালোচনার মুখে পড়েছেন বাংলা উচ্চারণ নিয়ে।

এখনো সামাজিক মাধ্যমে দেবকে ট্রল করার জন্য রয়েছে একাধিক পেজ। তাতে অবশ্য ভাটা পড়েনি তাঁর জনপ্রিয়তার একচুলও। বরং বিগত কয়েক বছরে টালিউডে যে কটি হিট এসেছে, তার অধিকাংশই দেবের কাছ থেকে। কয়েক বছর ধরেই অভিনয়ের সঙ্গে প্রযোজনাতেও যুক্ত হয়েছেন দেব। তাঁর প্রযোজিত সিনেমা প্রশংসিত হয়েছে সমালোচক মহলে, পেয়েছে ব্যবসায়িক সাফল্যও।

চাটগাঁ নিউজ/এসবিএন

Scroll to Top