নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বটতলী স্টেশনে উপজেলা পরিষদের পক্ষ থেকে উন্নতমানের হাই রেজ্যুলেশন ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। যার ফলে বটতলী স্টেশন সম্পূর্ণ নজরদারিতে থাকবে।
বুধবার (২০ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বটতলী স্টেশনের সিসি ক্যামেরা উদ্বোধন করেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। অপরাধ দমন ও সকল প্রকার নাশকতা এড়াতে ১২ লক্ষ টাকা ব্যয়ে এ স্টেশনে স্থাপন করা হয়েছে উন্নতমানের হাই রেজ্যুলেশনের ক্লোজ সার্কিট ক্যামেরা।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম ইব্রাহীম কবিরসহ উপজেলা সহকারি কমিশনার (ভূমি), লোহাগাড়া থানার ওসি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বটতলী শহর উন্নয়ন কমিটির সদস্য সচিব মিজানুর রহমান মিজান বলেন, বটতলী স্টেশনের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি নাইটগার্ড এর মাধ্যমে রাতে পাহারা দেওয়ার ব্যবস্থা করি। এরপরও বিভিন্ন নাশকতা মূলক কর্মকাণ্ড ও অপরাধ সংঘটিত হয়। সিসি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীরা চিহ্নিত হবে এবং অপরাধমূলক কর্মকাণ্ড রোধ করা সম্ভব হবে।
লোহাগাড়া থানার ওসি মোঃ রাশেদু্ল ইসলাম বলেন, অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধীকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে ক্লোজ সার্কিট ক্যামেরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। এর মাধ্যমে নাশকতাকারীদের চিহ্নিত করার পাশাপাশি সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এ ধরনের গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল মহোদয়কে ধন্যবাদ।
উল্লেখ্য, গত ৩০ অক্টোবর ২০২৩ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে লোহাগাড়ায় নাশকতামূলক কর্মকাণ্ড ঠ্যাকাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বটতলী স্টেশনে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।