অন্তর্বর্তীকালীন নতুন উপদেষ্টা হচ্ছেন যারা

চাটগাঁ নিউজ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হচ্ছেন আরো পাঁচজন উপদেষ্টা। তাদের মধ্যে চারজন হলেন, আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লে. জে. জাহাঙ্গীর আলম। তবে আরো একজন কে হবে তা নিয়ে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

আগামীকাল (১৬ আাগস্ট) বঙ্গভবনে এই নতুন উপদেষ্টাদের শপথ বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিধি বড় হচ্ছে। প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূসহ ১৭ উপদেষ্টা শপথ নিয়ে কাজ শুরু করলেও শুক্রবার আরও ৫ জন দায়িত্ব নিতে যাচ্ছেন।

নতুন উপদেষ্টাদের জন্য সরকারি পরিবহণ পুল থেকে ৫টি গাড়িও প্রস্তুত রাখা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় গাড়িগুলো মন্ত্রিপরিষদ বিভাগের কাছে পাঠানো হবে। সেখান থেকে গাড়িগুলো যাবে নতুন উপদেষ্টাদের বাসায়। তারপর তারা শপথের জন্য বঙ্গভবনে যাবেন।

এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ১৩ উপদেষ্টা। ১১ আগস্ট বঙ্গভবনে শপথ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায়। সর্বশেষ গত মঙ্গলবার (১৩ আগস্ট) শপথ নিয়েছেন ফারুক-ই-আজম।

চাটগাঁ নিউজ/এআইকে

Scroll to Top