চাটগাঁ নিউজ ডেস্ক : জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেছেন, আমরা নির্যাতিত ও নিপীড়িত হতে পারি, কিন্তু ক্ষান্ত হতে পারি না। জামায়াতের চিন্তাধারা ন্যায়, ইনসাফ ও বৈষম্যহীন একটি রাষ্ট্র কায়েম করা।
তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এ দেশকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব।
শুক্রবার (৩০ আগস্ট) নগরের পতেঙ্গা ও বায়েজিদ বোস্তামী থানা জামায়াতের উদ্যোগে আয়োজিত পৃথক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান চৌধুরী বলেন, গত ১৫ বছরে জামায়াতের পরিচয় দিয়ে আমরা মাঠে নামতে পারিনি। অনেকে ঘরে থাকতে পারেননি। আামদের এই ত্যাগ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জামায়াত ১৮ কোটি মানুষের মুক্তির জন্যে রাজনীতি করেন। সাম্রাজ্যবাদী গোষ্ঠী ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। আল্লাহ তায়ালা ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন।
তিনি বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র রুখে দিয়েছে বাংলার ছাত্র-জনতা। এদেশকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছেন, আমরা তাদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করব। আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্লোগান হচ্ছে ফ্যাসিবাদ নির্মূল করা এবং গণতন্ত্রকে উদ্ধার করা। দুর্নীতিবাজদের দমন করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ দুর্নীতি করে দেশের অর্থনীতিকে সর্বস্বান্ত করে দিয়েছে। আওয়ামী লীগের লোকেরা দুর্নীতি করে ব্যাংক, শিল্প ও ব্যবসা বাণিজ্য শেষ করেছে। দুর্নীতিবাজরাই হচ্ছে মানবতার শত্রু, দেশের শত্রু এবং স্বাধীনতার শত্রু।
চাটগাঁ নিউজ/এআইকে