সন্দ্বীপ প্রতিনিধি: কোস্ট গার্ডের অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহভাজন একটি স্থান তল্লাশি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হলেও ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি ধারালো দেশীয় অস্ত্র। জব্দকৃত অস্ত্রগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
কোস্ট গার্ড কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় এলাকায় সন্ত্রাস, অস্ত্র চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সর্বদা তৎপর রয়েছে।
এদিকে স্থানীয় বাসিন্দারা কোস্ট গার্ডের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে এলাকায় অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
চাটগাঁ নিউজ/এমকেএন





