চট্টগ্রাম বন্দরে ‘আন্দোলনের হোতা’ হুমায়ুন কবীরসহ চারজনকে বদলি

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীরসহ চারজনকে ঢাকার পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনালে বদলি করা হয়েছে।

জরুরি দাফতরিক ও অপারেশনাল কাজের প্রয়োজনের কথা উল্লেখ করে আজ শনিবার (৩১ জানুয়ারি) বন্দর কর্তৃপক্ষের চিফ পার্সোনেল অফিসার স্বাক্ষরিত অফিস আদেশে তাদের এই বদলির নির্দেশনা দেওয়া হয়েছে।

চার কর্মচারী হলেন- অডিট সহকারী মো. হুমায়ুন কবীর (অভ্যন্তরীণ নিরীক্ষা ও পরিদর্শন বিভাগ), ইঞ্জিন ড্রাইভার মো. ইব্রাহিম খোকন (১ম শ্রেণি -নৌ বিভাগ) উচ্চ হিসাব সহকারী মো. আনোয়ারুল আজিম (অর্থ ও হিসাব বিভাগ), এসএস খালাসি ​মো. ফরিদুর রহমান (প্রকৌশল বিভাগ)।

আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মচারীদের ৩১ জানুয়ারি বিকেলে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করা হয়েছে। সেই সাথে তাদের ১ ফেব্রুয়ারি (রবিবার) নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের চিফ পারসোনেল অফিসার মো. নাসির উদ্দিন জানান, বন্দরের চারজন কর্মচারীকে তাদের বর্তমান বিভাগ থেকে জরুরি প্রয়োজনে ঢাকা পানগাঁও আইসিটিতে সংযুক্ত করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি হয়েছে।

এদিকে এই বদলির বিষয়ে মো. হুমায়ুন কবীর বলেন, এনসিটি ইজারা বন্ধের আন্দোলন দমানোর জন্য শ্রমিক দলের চারজনকে বদলি করা হয়েছে। আমরা এটি মানি না। জাতীয় নির্বাচনের পর যারা এখন বদলি আদেশে সই করছে, হয়রানি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top